• All teachers with Management at KBMS Sports Day 2020

    All teachers with Management at KBMS Sports Day 2020

  • ভর্তি বিজ্ঞপ্তি

    ভর্তি বিজ্ঞপ্তি

Message Corner
  • Subarna Islam

    Subarna Islam

    PRINCIPAL

Welcome to খাজা বদরুদদোজা মডেল স্কুল

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
খাজা বদরুদদোজা মডেল স্কুল এর পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। পৃথিবীর সাথে তাল মিলিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন তাহলে অন্যদের চেয়ে পিছিয়ে থাকবো ?  আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত শুদ্ধ উচ্চারণের অঙ্গীকার নিয়ে আমরা সৃজনশীল শিক্ষা দানের উদ্দেশ্যে  যুগোপযোগী ও আধুনিক স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছি। 

Ashulia, Savar প্রতিটি এলাকায় অসংখ্য স্কুল গড়ে উঠেছে। কিন্তু সত্যিকার অর্থে ভালো স্কুলের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের  প্রতিষ্ঠানটি এ অভাব পূরণে একটি ব্যতিক্রমী প্রচেষ্ঠা। ভবিষ্যত প্রজন্মকে তাদের সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ ঘটিয়ে শারীরিক, মানসিক, চারিত্রিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্ধুদ্ধ করে তোলার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছি। 

মেধাবী শিক্ষকগণের উচ্ছল উদ্দীপনায় সুশিক্ষার এক অপূর্ব পরিবেশ গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে করে তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পায়। সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় শিক্ষার অনুশাসন, মানবিক মূল্যবোধ ও কমপিউটার শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভের পথ নির্দেশ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 

বাংলা ভাষার যথাযথ অনুশীলনের পাশাপাশি ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাষাগত দূর্বলতা নির্মূল করার দ্বার উন্মুক্ত করবে আশা করি। সাথে সাথে চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মসূচী, খেলাধুলা, শিক্ষা সফর তাদের মেধা বিকাশে ইতিবাচক সুফল বয়ে আনবে।

আমরা আশা করি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী চাহিদা মেটাতে এবং তাদের সুশিক্ষা লাভের সকল সুযোগ সম্প্রসারণ করতে সক্ষম হব ইন্শাল্লাহ।

Read More
Why Should you Choose খাজা বদরুদদোজা মডেল স্কুল ?

*** দক্ষ পরিচালনা পর্যদ এবং বিশিষ্ঠ উপদেষ্টা দ্বারা পরিচালিত।

*** সুপরিসর খেলাধূলার মাঠ।

*** ডিজিটাল সাউন্ড সিসস্টেম দ্বারা বিনোদনের ব্যবস্থা।

*** শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, আক্ষরিক ও মানবিক করে গড়ে তোলার জন্য বিশেষ কার্যক্রম।

*** ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন ও অতিরিক্ত Tutorial Class. 

*** গণিত ও ইংরেজি বিষয়ে অতিরিক্ত Tutorial Class.

*** শিক্ষার্থীর যাবতীয় কার্যক্রম স্কুল কতৃক মনিটরিং।

*** নিয়ন্ত্রিত শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

*** বিষয়ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা।

*** শিক্ষার্থীদের স্কুলে পাঠ সম্পন্ন ছাড়াও শিক্ষার্থীকে সৃজনশীল, শৃঙ্খলাবদ্ধ, স্বনির্ভর ও মার্জিত করে গড়ে তোলার জন্য বিশেষ কার্যক্রম।

*** দূর্বল শিক্ষার্থীরদের জন্য অতিরিক্ত Tutorial Class.

Our Teachers